সরল রেখা কাকে বলে ? SOROL REKHA KAKE BOLE ?
Question
What is straight line?
আপনি একটি সরল রেখার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য জানতে পারবেন।
সরল রেখা বোঝার জন্য বেশ কিছু উদাহরণ দেওয়া হবে।
আপনি কি বুঝলেন তার উপর একটি সংক্ষিপ্ত কুইজ দেয়া হয়ে।
বিন্দু চলার পথে দিক পরিবর্তন না করে যদি একটি নির্দৃষ্ট পথে চলে তাহলে চলার পথে যে রেখা উৎপন্ন হয় তাকে সরলরেখা বলে।
চিত্রে, AB একটি সরলরেখা
in progress
0
জ্যামিতি
6 years
2018-11-01T22:10:29+06:00
2018-11-01T22:10:29+06:00 3 Answers
21521 views
8
Answers ( 3 )
যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোন দিক পরিবর্তন করে না অর্থাৎ সোজাসুজি চলে তাকে সরলরেখা (Straight Line) বলে। সরল রেখায় বিন্দু সরল পথে চলে এবং দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে।
যে রেখার প্রতিটি বিন্দু একই সমতলে অবস্থান করে, তাকে সরলরেখা বলে।
বিন্দু চলার পথকে রেখা বলে।
যে রেখা চলাট পথে দিক পরিবর্তন করে না তাকে সরলরেখা বলে।