সম্পূরক কোণ কাকে বলে ? sompurok kon kake bole?

Question

দুইটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। একটি কোণ ২০ ডিগ্রি হলে তার সম্পূরক কোণ ১৬০ ডিগ্রি। খুবই সহজ ১৮০ থেকে ২০ বিয়োগ করে দিন।

in progress 0
আয়মান সাদিক 6 years 2018-12-19T12:02:54+06:00 3 Answers 16249 views 17

Answers ( 3 )

  1. সম্পূরক কোণ :
    দুইটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
    একটি কোণ ২০ ডিগ্রি হলে তার সম্পূরক কোণ ১৬০ ডিগ্রি। খুবই সহজ ১৮০ থেকে ২০ বিয়োগ করে দিন।

    • কোনো সরলরেখার ওপর অবস্থিত এবং কোনো ছেদক দ্বারা বিভক্ত দুটি কোনের সমষ্টি যদি ১৮০° হয় তাহলে একটি কোনকে অপর কোনের সম্পূরক কোন বলে।

    7
    2020-12-22T13:11:34+06:00

    দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোন কে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়।

Leave an answer

Browse
Browse